মনোনয়ন পত্র পেশ করাকে কেন্দ্র করে আবারও উত্তাল বাংলা । ভাঙড়ের পর এবার বীরভূমে পুলিশের সামনেই এক আইএসএফ কর্মীকে মারধোর ।
মনোনয়ন পত্র পেশ করাকে কেন্দ্র করে আবারও উত্তাল বাংলা । ভাঙড়ের পর এবার বীরভূমে পুলিশের সামনেই এক আইএসএফ কর্মীকে মারধোর । অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে । ১৪৪ ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে মুরারই ১ ব্লক চত্বরের মধ্যেই চলে মারামারি । পরে মুরারই থানার পুলিশ দুজনকেই আটক করে।