সদলবলে বিজেপির পোলিং এজেন্টকে পার্টি অফিসের ভেতর টেনে নিয়ে এসে ব্যাপক মারধর করা হয়, এরপর ওই এজেন্টের মুখে প্রস্রাব করে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে ।
পঞ্চায়েত ভোট শেষ হয়ে যাওয়ার পর বেরিয়ে গেছে ফলাফলও । কিন্তু, তার পরেও পশ্চিমবঙ্গে অব্যাহত রয়েছে হিংসা এবং চূড়ান্ত অমানবিকতার ছবি । পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বিজেপির পোলিং এজেন্টকে সদলবলে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা । এরপর ওই বিজেপি কর্মীর মুখে প্রস্রাব করা হয় বলে অভিযোগ । অভিযোগের তির তৃণমূলের দিকে । কোনওমতে জীবন বাঁচিয়ে ফিরে আসেন আক্রান্ত বিজেপি কর্মী। যদিও এই ঘটনার দায় সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূলের নেতারা।