আরজি করের নির্যাতিতা তিলোত্তমার সুবিচারের দাবিতে পানিহাটি বিধানসভার এইচবি টাউন মোড় থেকে কলেজ স্কয়ার পর্যন্ত ন্যায়বিচার যাত্রা। এই যাত্রার সূচনা করলেন তিলোত্তমার বাবা মা। তাঁরা ডাক্তারদের এই কষ্টকে সম্মান করেন।
আরজি করের নির্যাতিতা তিলোত্তমার সুবিচারের দাবিতে পানিহাটি বিধানসভার এইচবি টাউন মোড় থেকে কলেজ স্কয়ার পর্যন্ত ন্যায়বিচার যাত্রা। এই যাত্রার সূচনা করলেন তিলোত্তমার বাবা মা। তাঁরা ডাক্তারদের এই কষ্টকে সম্মান করেন। এর পাশাপাশি তিলোত্তমার মা-বাবা এও জানান তাঁদের আরও ধৈর্য ধরতে হবে বিচারের আশায়। সিবিআই-য়ের উপরও আস্থা রাখছেন তিলোত্তমার মা-বাবা।