Baruipur Dog Stolen : বারুইপুরে পোষ্য নিয়ে তোলপাড়! তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে কুকুর চুরির অভিযোগ

Baruipur Dog Stolen News : বারুইপুর থানার হাড়াল এলাকায় এক পোষ্য কুকুরকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তীব্র বিবাদ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা দেবাশিস মন্ডল অভিযোগ করেছেন যে, সম্প্রতি তিনি কলকাতার গালিফ স্ট্রিট থেকে একটি শিহ-তজু কুকুর কিনেছিলেন।

Baruipur Dog Stolen News : বারুইপুর থানার হাড়াল এলাকায় এক পোষ্য কুকুরকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তীব্র বিবাদ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা দেবাশিস মন্ডল অভিযোগ করেছেন যে, সম্প্রতি তিনি কলকাতার গালিফ স্ট্রিট থেকে ১৩,৫০০ টাকা দিয়ে একটি শিহ-তজু (Shih Tzu) প্রজাতির কুকুর কিনেছিলেন, যা তার পরিবার অত্যন্ত স্নেহ করত। কিন্তু ২১শে মার্চ সন্ধ্যায়, দেবাশিস বাড়িতে না থাকার সুযোগে দুইজন লাঠিধারী ব্যক্তি বাড়িতে ঢুকে কুকুরটি জোর করে নিয়ে যায়। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল নেতা অর্জুন মন্ডলের ছেলে অমিত মন্ডলের দিকে, যিনি সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

কুকুরটিকে ফেরত চেয়ে ২৪শে মার্চ দেবাশিস প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অমিত মন্ডলের কাছে যান, কিন্তু সেখানে তাকে হেনস্থা করা হয় এবং তার বাইক ভাঙচুর করা হয়। এই ঘটনার পর তিনি বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অমিত মন্ডল এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, কুকুরটি তারই এবং দেবাশিস মিথ্যা অভিযোগ তুলছেন।

এ নিয়ে পঞ্চায়েতে এক বৈঠক হয়, যেখানে ব্লক পশু চিকিৎসক কুকুরটির বয়স নির্ধারণ করেন এবং জানান, এটি ১৬ মাসের, যা দেবাশিসের দাবির সাথে মেলেনি। এর ফলে বিরোধ আরও তীব্র হয়। ঘটনার পর থেকে দেবাশিসের পরিবার, বিশেষ করে মহিলা সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বারুইপুর থানার পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কুকুরটি ফেরত দেওয়া হয়নি।

04:49Sukanta Majumdar: 'আমাদের হাতে একদিন ছেড়ে দিক সিদ্দিকুল্লাকে এমন টাইট দেব বাংলাদেশ পালিয়ে যাবে', বিস্ফোরক সুকান্ত05:17Rashifal Today: ১২ এপ্রিল ২০২৫ শনিবার সারাদিন আপনার কেমন কাটবে? দেখুন আজকের রাশিফল08:54Suvendu Adhikari: ‘বাংলাদেশ থেকেও খারাপ অবস্থা বাংলার! মন্দির, ধ্বজ সব কিছু নিশানা করছে’ বিস্ফোরক শুভেন্দু05:01Nadia News: হিন্দু ধ্বজ অপমানের প্রতিবাদে রণক্ষেত্র ফুলিয়া! টায়ার জ্বালিয়ে ১২ নম্বর সড়ক অবরোধ করল হিন্দু ঐক্যমঞ্চ03:20Nadia Latest News Today: কৃষ্ণনগরের বুকে বিধ্বংসী আগুন! মুহূর্তেই ছড়াল আতঙ্ক, তৎপর দমকল বাহিনী!06:50Dilip Ghosh: ‘এই ডাকাত মুখ্যমন্ত্রী থাকলে সবাইকে পালাতে হবে!’ দিলীপ ঘোষের বিস্ফোরক হুঁশিয়ারি03:55Suvendu Adhikari On Mothabari: শুভেন্দুকে দেখেই ফেটে পড়লেন কান্নায়! মোথাবাড়িতে আক্রান্ত হিন্দু পরিবারের পাশে শুভেন্দু04:28Suvendu Adhikari: হাইকোর্টে অনুমতি নিয়ে মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী, কথা বললেন ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে04:01BJP News: হালিশহরে বিজেপি নেতাকে আক্রমন, অভিযোগের তির তৃণমূলের দিকে, ভাইরাল সিসিটিভি ফুটেজ05:08Suvendu Adhikari: 'এই রাজ্যে সবাই যোগ্য একজনই অযোগ্য তিনি চোর ব্যানার্জি' এ কী বলছেন শুভেন্দু অধিকারী