দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে যাঁরা চিকিৎসার জন্য যান, তাঁদের বেশিরভাগই বাঙালি। বেঙ্গালুরু, চেন্নাই, ভেলোরের মতো শহরগুলিতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বহু বাসিন্দা চিকিৎসার জন্য যান।
ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য যাওয়ার পরিকল্পনা থাকলে এবার আর বেশি ভাবতে হবে না। ট্রেন বা উড়ানে ওঠার আগেই চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের দিনক্ষণ জেনে যাওয়া যাবে। সেটি আবার কলকাতাতেই। মার থমা চার্চ সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে। ঠিকানা হল- ২৯, আহিরী পুকুর রোড, রোল্যান্ড রো, বালিগঞ্জ, কলকাতা-৭০০০১৯। ফোন নাম্বার- ৮১০০১০৮৬২১। ই-মেইল আই ডি- janatamedicalservice@gmail.com। সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টে এবং শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করা যায়। পশ্চিমবঙ্গ থেকে যাওয়া রোগীদের সুবিধার জন্যই কলকাতায় জনতা মেডিক্যাল সার্ভিস চালু করা হয়েছে।
দক্ষিণ ভারতে বাঙালি রোগীদের ঢল
বেঙ্গালুরু, হায়দরাবাদের মতো শহরগুলিতে এখন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে বহু রোগী চিকিৎসার জন্য যান। তবে সিএমসি ভেলোর এখনও বেশিরভাগ রোগীরই প্রথম পছন্দের হাসপাতাল। এখানে যত্ন নিয়ে চিকিৎসা করা হয় এবং কলকাতার মতো বিপুল খরচ নেই বলে অনেকেই জটিল রোগের চিকিৎসা করাতে ভেলোরে যান। যে কারণে করমণ্ডল এক্সপ্রেসের বেশিরভাগ যাত্রীই রোগী বা রোগীর পরিজন। চেন্নাই থেকে ভেলোরের দূরত্ব বেশি নয়। যাতায়াতও সহজ হওয়ায় অনেকেই সেখানে যান। এতদিন সিএমসি ভেলোরের ওয়েবসাইটে রোগীর তথ্য দিয়ে চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের দিনক্ষণ জানা যেত। ফোনেও যোগাযোগ করা যেত। তবে এবার কলকাতাতেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে।
কেন জনপ্রিয় ভেলোর সিএমসি?
ভেলোর সিএমসি-র চিকিৎসকরা রোগীদের কথা শোনেন, যত্ন নিয়ে চিকিৎসা করেন, ভালো ব্যবহার করেন। খুব বেশি ওষুধ দেওয়া হয় না। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে সাহায্যও করা হয়। এই কারণেই বেশিরভাগ রোগী সিএমসি ভেলোরে চিকিৎসার জন্য যান। কলকাতায় এরকম পরিষেবা পাওয়া যায় না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
মাত্র ১০ টাকায় বাংলায় মিলবে এইমসের মত উন্নত চিকিৎসা পরিষেবা! জেনে নিন কী করতে হবে