শুক্রবার সারা রাজ্য জুড়ে পালন করা হচ্ছে 'পুলিশ দিবস' । এদিন পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি পুলিশ লাইনেও পালিত হল পুলিশ দিবস ।
শুক্রবার সারা রাজ্য জুড়ে পালন করা হচ্ছে 'পুলিশ দিবস' । এদিন পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি পুলিশ লাইনেও পালিত হল পুলিশ দিবস । ক্রাইমের ক্ষেত্রে অনেক টাই সাফল্য পেয়েছে এই জেলা জানান পুলিশ সুপার । সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করে রাখতে জেলা পুলিশের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি ।