থানার নেমপ্লেট গঙ্গাজল দিয়ে ধুয়ে পুলিশের গায়ে জল ছিটিয়ে থানার শুদ্ধিকরণ করলেন বিজেপি নেত্রী প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি। আরজিকরের ঘটনায় পুলিশের ব্যর্থতার প্রতিবাদে নরেন্দ্রপুর থানা ঘেরাও কর্মসূচি করলেন বিজেপি কর্মী সমর্থকরা।
থানার নেমপ্লেট গঙ্গাজল দিয়ে ধুয়ে পুলিশের গায়ে জল ছিটিয়ে থানার শুদ্ধিকরণ করলেন বিজেপি নেত্রী প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি। আরজিকরের ঘটনায় পুলিশের ব্যর্থতার প্রতিবাদে নরেন্দ্রপুর থানা ঘেরাও কর্মসূচি করলেন বিজেপি কর্মী সমর্থকরা। তাঁর অভিযোগ পুলিশ তাদের কাজ ঠিক করে করছে না। তাই তিনি ও তাঁর সমর্থকরা কাশি থেকে গঙ্গাজল এনেছেন থানা ও পুলিশের শুদ্ধিকরণ করবেন বলে। টালা থানার ওসির প্রসঙ্গ টেনে বলেন এরা সকলেই দোষী। বিনীত গোয়েলও জেলে যাবে বলে জানান তিনি।