'আগামীতে নেড়ি কুত্তার মত অবস্থা হবে তৃণমূলের' বিজেপির ধর্না মঞ্চ থেকে হুংকার দিলেন রাহুল সিনহা।
'আগামীতে নেড়ি কুত্তার মত অবস্থা হবে তৃণমূলের' বিজেপির ধর্না মঞ্চ থেকে হুংকার দিলেন রাহুল সিনহা। তিনি আরও জানান 'ঘোষ সাহেবের গ্রেফতারিতে তৃণমূলের বেলুন চুপসে গেল'। পাশাপাশি মমতাকে সব চেয়ে বড় অপরাধী বললেন তিনি।