বেআইনি ভাবে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে নিয়ে আসা ও ভারত থেকে বাংলাদেশে পাঠানোর এক চক্রের সন্ধান পেলো রানাঘাট জেলা পুলিশ। সূত্রের খবর পাচার চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করলো ধানতলা ও হাসখালি থানার পুলিশ।
বেআইনি ভাবে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে নিয়ে আসা ও ভারত থেকে বাংলাদেশে পাঠানোর এক চক্রের সন্ধান পেলো রানাঘাট জেলা পুলিশ। সূত্রের খবর পাচার চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করলো ধানতলা ও হাসখালি থানার পুলিশ। বুধবার রাতে হাসখালীর শীলবেড়িয়া থেকে ৩ জন ও ধানতলার কুলগাছি থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। আরও এরকম পাচার চক্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।