রাত পোহালেই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। ছোট ছোট ছেলে মেয়ে বাজার থেকে থার্মোকলের রথ কিনে আনন্দে মাতে । পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মালাকার পাড়ায় গত মাস দু'য়েক ধরে দিনরাত এক করে থার্মকলের রথ প্রস্তুত করছে কারিগরেরা ।
রাত পোহালেই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব । পুরীর পাশাপাশি এরাজ্যের বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব পালিত হয়। ছোট ছোট ছেলে মেয়ে বাজার থেকে থার্মোকলের রথ কিনে আনন্দে মাতে । তাই বর্তমানে থার্মকলের রথের যথেষ্ট চাহিদা থাকে । পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মালাকার পাড়ায় গত মাস দু'য়েক ধরে দিনরাত এক করে থার্মকলের রথ প্রস্তুত করছে কারিগরেরা । স্থানীয় কোলাঘাটের বাজার-সহ ঘাটাল, খড়গপুর, তমলুক, হলদিয়া, বাগনানে সরবারহ করা হয় এই রথ গুলি । গড়ে ৩০০ টাকা থেকে ২০০০ টাকার রথ বানাচ্ছেন কারিগরেরা । এবছর লাভের মুখ দেখছেন মালাকার পাড়ার রথ কারিগরেরা। তবে আবহাওয়া খারাপ থাকায় কিছুটা চিন্তায় পড়েছেন কারিগরেরা।