তাহেরপুরের ব্যবসায়ী খুনের ২৩৫ দিনের মধ্যেই মামলার নিষ্পত্তি করল রানাঘাট ফাস্ট ট্রাক আদালত। এক মহিলা সহ ৪ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা করে আদালত।
তাহেরপুরের ব্যবসায়ী খুনের ২৩৫ দিনের মধ্যেই মামলার নিষ্পত্তি করল রানাঘাট ফাস্ট ট্রাক আদালত। এক মহিলা সহ ৪ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা করে আদালত। ২৩ সালের ৮ই ডিসেম্বর তাহেরপুরের বাসিন্দা পেশায় ব্যবসায়ী রাজা ভৌমিককে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনার মাস্টার মাইন্ড রাসমণি বিশ্বাসকে বর্ধমান থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে মহারাষ্ট্র থেকে হৃদয় মন্ডল ও রাজস্থান থেকে দেবব্রত বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।