দাবি বেড়ে ১০ দফা, রাজ্যজুড়ে আজ থেকে ফের পূর্ণ কর্মবিরতির ডাক, জিবি বৈঠকের পর ঘোষণা জুনিয়র ডাক্তারদের
গত ৯ অগস্ট আর জি কর থেকে উদ্ধার হওয়া মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ন্যায় বিচার-সহ ১০ দফা দাবিতে ফের কর্মবিরতিতে বসেছেন জুনিয়র ডাক্তাররা। দীর্ঘ জিবি বৈঠকের পর দশ দফা দাবি পেশ করেছেন তাঁরা। এদিকে সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ অক্টোবর।
গত ৯ অগস্ট আর জি কর থেকে উদ্ধার হয়েছিল এক মহিলা চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। কিন্তু, চলছে এই ঘটনার তদন্ত। আর জি কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে চলছে আন্দোলন।
নির্যাতিতার সুবিচারের দাবিতে চলতে মহামিছিল। চলছে আন্দোলন। সকলেই তাকিয়ে ছিলেন সুপ্রিম কোর্টের দিকে। সোমবার ছিল আরজি কর মামলার শুনানি।
এদিকে শনিবারই জিবি বৈঠকের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তাঁরা।
সোমবার গভীর রাত থেকে শেষ রাত পর্যন্ত চলা দীর্ঘ ৮ ঘন্টা জিবি বৈঠকের পর সেই পথেই হাঁটলেন জুনিয়র ডাক্তাররা। চিকিৎসকদের তরফ থেকে মোট দশ দফা দাবি পেশ করা হয়েছে। সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তাঁরা।
চিকিৎসকদের দাবি, রাজ্যের তরফ থেকে বার বার নিরাপত্তার আশ্বাস মিলেছে। কিন্তু, তা সুনিশ্চিত করতে পারেনি সরকার। সাগর দত্ত মেডিক্যাল কলেজের ঘটনা উদাহরণ দিয়েছেন কারা।
ডাক্তারদের পক্ষ থেকে বেশ করা দাবিগুলোতে বলা হয়েছে, নির্যাতিতার দ্রুত ন্যায়বিচার, স্বাস্থ্যসচিবের অপসারণ, হাসপাতালগুলোতে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা, সমস্ত সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করা।
তেমনই উল্লেখ আছে, হাসপাতালের খালি বেডের মনিটারিং ব্যবস্থা চালু করা, ছাত্র সংসদ নির্বাচন, হাসপাতালহুলোতে শূন্যপদ পূরণ করা, হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধ পদক্ষেপ করা, দ্রুত সমস্ত হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি, প্যানিক বোতামের ব্যবস্থা করা।
এদিকে গতকাল আদালতে জুনিয়র ডাক্তারদের আইনজীবী, তদন্তের আওতায় আসা হাসপাতালের সাত জনকে আপাতত সাসপেন্ড করারও দাবি করেছেন।
এখনও পর্যন্ত ৪২ টি পক্ষ আছে এই মামার। তাদের হয়ে দাঁড়িয়েছেন ২০০-র বেশ আইনজীবী। তার মধ্যে রয়েছে অন্যতম প্রধান নটি পক্ষ।
পুজো শেষে আবার এই মামলার শুনবে বিচারপতি বেঞ্চ। আগামী ১৪ অক্টোবর এই মামলার ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে।