তিনি জানান 'অধীর চৌধুরীর সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস', ‘খারগে বুজিয়ে দিয়েছেন কংগ্রেসে থাকলে মমতার বিরোধিতা করা চলবে না’।
অধীর রঞ্জন চৌধুরীর বিজেপিতে যোগদান জল্পনা আবারও উস্কে দিলেন শমীক ভট্টাচার্য। তিনি জানান 'অধীর চৌধুরীর সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস', 'খারগে বুজিয়ে দিয়েছেন কংগ্রেসে থাকলে মমতার বিরোধিতা করা চলবে না','এখন বিজেপিতে আসা ছাড়া উপায় নেই'।