বিজেপি নেতা গ্রেপ্তারে ধুন্ধুমার বসিরহাট কোর্ট চত্বর। জামিনের পরেই ফের আটক বিজেপি নেতা বিকাশ সিং। বসিরহাট কোর্ট চত্বরে তুলকালাম।
বিজেপি নেতা গ্রেপ্তারে ধুন্ধুমার বসিরহাট কোর্ট চত্বর। জামিনের পরেই ফের আটক বিজেপি নেতা বিকাশ সিং। বসিরহাট কোর্ট চত্বরে তুলকালাম। বাবা বিকাশ সিং গ্রেপ্তারের পরেই অসুস্থ হয়ে পড়েন মেয়ে। বিজেপি করে বলেই আমার স্বামীকে গ্রেফতার করেছে, দাবি বিকাশ সিং-এর স্ত্রী স্বপ্না সিংয়ের।