স্কুলেই মৃত্যুফাঁদ! মালদায় স্কুলের দেওয়াল ভেঙে মৃত্যু হল ছাত্রের। ঘটনা চাউর হতেই স্কুলে ভাঙচুর। পুলিশ বাধা দিলে, উত্তেজিত জনতার ছোড়া ইটের ঘায়ে জখম হল পুলিশও। মালদার মোথাবাড়ির বাঙ্গিটোলা হাইস্কুলে ছাত্র মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার।
স্কুলেই মৃত্যুফাঁদ! মালদায় স্কুলের দেওয়াল ভেঙে মৃত্যু হল ছাত্রের। ঘটনা চাউর হতেই স্কুলে ভাঙচুর। পুলিশ বাধা দিলে, উত্তেজিত জনতার ছোড়া ইটের ঘায়ে জখম হল পুলিশও। মালদার মোথাবাড়ির বাঙ্গিটোলা হাইস্কুলে ছাত্র মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার। বৃহস্পতিবার দুপুরে বাথরুমে গিয়েছিল একাদশ শ্রেণির ছাত্র জিশান শেখ। সঙ্গে ছিল তাঁর বন্ধু জিশান মোমিন। হঠাৎ তাদের উপর ভেঙে পড়ে বাথরুমের দেওয়াল। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জিশান শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায়, এখন হাসপাতালে ভর্তি রয়েছেন আরেক ছাত্র জিশান মোমিন। স্থানীয়দের অভিযোগ, আগে থেকেই ভগ্নদশায় ছিল দেওয়ালটি। তবে কেন আগে ব্যবস্থা নিল না স্কুল কর্তৃপক্ষ? এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে।