ঘটনাটি ঘটেছে হুগলী জেলায়। সুত্রের খবর, হুগলী জেলার হরিপাল থানার অধীনে ১৮ নম্বর রুটে মহাদেব কোল্ড স্টোরেজের বিপরীত দিকে এক ১৫ বয়সী নাবালিকাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে মেয়েটিকে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি ঘটেছে হুগলী জেলায়। সুত্রের খবর, হুগলী জেলার হরিপাল থানার অধীনে ১৮ নম্বর রুটে মহাদেব কোল্ড স্টোরেজের বিপরীত দিকে এক ১৫ বয়সী নাবালিকাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে মেয়েটিকে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর কাছ থেকে জানা যায় সে টিউশন থেকে ফেরার পথে তাঁকে ৪ দুষ্কৃতি জোরপূর্বক একটি চার চাকার গাড়িতে তুলে সিঙ্গুর রেলওয়ে স্টেশনে নামিয়ে দেয় এবং তাকে হরিপাল রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নেমে বাজারের মধ্য দিয়ে হেঁটে যেতে বলে। তাদের কথা মতো হাঁটা শুরু করলে সে জানতে পারে অজানা এক দুর্বৃত্ত তাকে অনুসরণ করে হাঁটছে। এরপর সেই ব্যক্তি নির্যাতিতাকে হরিপাল থানার অধীনে ১৮ নম্বর রুটের মহাদেব কোল্ড স্টোরেজের বিপরীতে একটি অন্ধকার জায়গায় নিয়ে যায় এবং নির্যাতিতাকে তাঁর হাত ধরে টেনে হিঁচড়ে মারতে থাকে। কাপড় ছিঁড়ে যৌন হয়রানিও করা হয় বলে অভিযোগ নাবালিকার। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে ঘটনাস্থলে যায়।