উত্তর দিনাজপুরের চোপড়ায় মনোনয়ন দাখিল করতে যাওযার সময়ই মিছিল করছিল বাম ও কংগ্রেস প্রার্থীরা। সেই মিছিলেই গুলি চলে। তৃণমূল কংগ্রেস গুলি চালায় বলে অভিযোগ ।
চোপড়ার বাম ও কংগ্রেস প্রার্থী ও দলীয় নেতা কর্মীরা শুক্রবার মিছিল করে মনোনয়ন দাখিল করে বিডিও অফিসের যাচ্ছিল মিছিল করে। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মিছিল ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এই ঘটনায় তিন জন গুলিবিদ্ধ হয়। তারপরই মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এই ঘটনায় আহত হয়েছে তিন জন। এক জনের মৃত্যু হয়েছে বলে খবর। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজই। গোটা রাজ্যেই কড়া নিরাপত্তা জারির নির্দেশ দিয়েছে আদালত। মনোনয়ন কেন্দ্রে এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারির নির্দেশও ছিল। তারপরেই কী করে এমন হিংসার ঘটনা ঘটে তাই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বামেরা। বামেদের অভিযোগ বিডিও অফিসের কাছেই হামলা চালান হয়। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।