বছর চারেক ধরে ব্যান্ডেল মানসপুর এলাকায় ভাড়া থাকেন কিসাণ ও কলা মালিক নামে এক দম্পতি। দম্পতির দুই মেয়ে ও একটি ৮ বছরের ছেলে রয়েছে। স্থানীয়দের দাবি ছোট মেয়ের এ দিনই ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে হয়েছে।
বছর চারেক ধরে ব্যান্ডেল মানসপুর এলাকায় ভাড়া থাকেন কিসাণ ও কলা মালিক নামে এক দম্পতি। দম্পতির দুই মেয়ে ও একটি ৮ বছরের ছেলে রয়েছে। স্থানীয়দের দাবি ছোট মেয়ের এ দিনই ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে হয়েছে। অভিযোগ বিয়ে মিটে যাওয়ার পরই স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। তখনই স্বামী বন্দুক বের করে স্ত্রীর বুকে গুলি করে। চিৎকার ছুনে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে হাসপাতালে ভর্তি করায়। যদিও অল্পের জন্য বেঁচে যায় স্ত্রী। পুলিশ সূত্রের খবর অভিযুক্ত স্বামীকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে।