Sandeshkhali Case: সন্দেশখালি কাণ্ডে রাজ্যের স্বস্তি! পাঁচজন প্রশাসনিক কর্তার হাজিরায় 'সুপ্রিম' স্থগিতাদেশ

Published : Feb 19, 2024, 06:25 PM IST
Supreme Court

সংক্ষিপ্ত

পাঁচ জন প্রশাসনিক আধিকারিককে তলব করার নির্দেশের ওপর চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল রাজ্য সরকার। সোমবার সাড়ে ১০টা নাগাদ দ্রুত শুনানি হয় সেই মামলার।

সন্দেশখালি কাণ্ডের জের গড়িয়েছে দেশের শীর্ষ আদালত পর্যন্ত। তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি কর্তারা । তারপরেই সরগরম হয়ে উঠেছে এই এলাকা । রাজনীতি থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা পর্যন্ত, জড়িয়ে গিয়েছেন তীব্র বিতর্কের মধ্যে । সেই কাণ্ডেই এবার হস্তক্ষেপ করতে হয়েছে সুপ্রিম কোর্টকে। তবে, ১৯ ফেব্রুয়ারি, সোমবার শীর্ষ আদালত যা নির্দেশ দিয়েছে, তাতে কিছুটা স্বস্তি পেয়েছে রাজ্য সরকার।

-

সন্দেশখালি কাণ্ডে আপাতত হাজিরা দিতে হবে না রাজ্যের পাঁচজন শীর্ষ আধিকারিককে। সন্দেশখালি কাণ্ডে রাজ্য পুলিশের DG রাজীব কুমার , মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা সহ রাজ্য সরকারের পাঁচ শীর্ষ কর্তাকে তলব করেছিল লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি । কিন্ত সোমবার ওই নির্দেশের উপর স্থাগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এবং সব পক্ষকে নোটিস জারি করেছে শীর্ষ আদালত ।

-

পাঁচ জন প্রশাসনিক আধিকারিককে তলব করার নির্দেশের ওপর চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল রাজ্য সরকার। সোমবার সাড়ে ১০টা নাগাদ দ্রুত শুনানি হয় সেই মামলার। শুনানির শেষে স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি।

-

তবে, সোমবার ওই মামলার সব পক্ষকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্য়ে এর জবাব দিতে বলা হয়েছে। উল্লেখ্য, সন্দেশখালি কাণ্ডে রাজ্যের পাঁচ শীর্ষ আধিকারিককে তলব করেছিল সংসদের স্বাধিকার রক্ষা কমিটি। সোমবার তাঁদের হাজিরা দেওয়ার কথা ছিল। তবে, সেই নির্দেশে আপাতত স্থগিতাদেশ বহাল রইল। 

PREV
click me!

Recommended Stories

আবাসনে একাকী বৃদ্ধার রহস্যমৃত্যুর অভিযোগ, হুগলিতে বৃদ্ধের দেহ উদ্ধারে চাঞ্চল্য
SIR Bengal : কেউ লুকিয়েছিল কেষ্টপুর, কেউ চিনারপার্কে! SIR-এর গুঁতোয় বাংলাদেশে ফিরতে মরিয়া