এই জোট চোরেদের জোট, ভ্রষ্টাচারীদের জোট । বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির জোটকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর ।
এই জোট চোরেদের জোট, ভ্রষ্টাচারীদের জোট । বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির জোটকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর । তিনি আরও বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলি নিজের দলের নেতা কর্মীদের কথাও ভাবে না। তিনি বলেন বিরোধীরা মোদীকে নিয়ে না ভেবে যদি দেশের উন্নয়নের কথা ভাবতেন। তিনি বলেন ২০২৪ সালে কী হবে তা দেশের মানুষ স্থির করে ফেলেছেন। তারা এনডিএ-কে ভোট দেবে।