নন্দীগ্রামের সভা থেকে ২৫ জনের নাম বললেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বললেন 'অভিষেকের উস্কানির ফলে এই ঘটনা ঘটেছে'।
নন্দীগ্রামে রথীবালা আড়ির মৃত্যুর ঘটনায় ২৫ জনের নামে FIR দায়ের । নন্দীগ্রামের সভা থেকে ২৫ জনের নাম বললেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বললেন 'অভিষেকের উস্কানির ফলে এই ঘটনা ঘটেছে'। এছাড়াও পুলিশ দোষীদের গ্রেফতার না করলে সিবিআইয়ের কাছে তদন্তের দাবি করবে বলে জানান বিরোধী দলনেতা।