মধ্যরাতে আর জি কর-এ দুর্বৃত্তদের তাণ্ডব! বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। 'মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছে অতীন ঘোষকে দিয়ে'। 'বিনীত গোয়েল সব জানতো'। 'অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে আনা উচিত আর জি কর চত্বর'।
মধ্যরাতে আর জি কর-এ দুর্বৃত্তদের তাণ্ডব(R G Kar Hospital Attack)! বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। 'মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) করিয়েছে অতীন ঘোষকে দিয়ে'। 'বিনীত গোয়েল সব জানতো'(Vineet Kumar Goyal)। 'অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে আনা উচিত আর জি কর চত্বর'। 'মধ্যরাতে আর জি কর-এ হামলার তদন্ত সিবিআই-কে দেওয়া হোক। 'মধ্যরাতে এক বিশেষ বাহিনীর দল এই কাণ্ড ঘটিয়েছে।'