মহার্ঘ্য ভাতা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে চলা আন্দোলন আরও উস্কে দিলেন শুভেন্দু অধিকরা। বিরোধী দলনেতা নিজের বেতনের বর্ধিত অংশ তুলে দিলেন সংগ্রামী যৌথমঞ্চের হাতে।
মহার্ঘ্য ভাতা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে চলা আন্দোলন আরও উস্কে দিলেন শুভেন্দু অধিকরা। বিরোধী দলনেতা নিজের বেতনের বর্ধিত অংশ তুলে দিলেন সংগ্রামী যৌথমঞ্চের হাতে। সংগ্রামী যৌথমঞ্চই দীর্ঘ দিন ধরেই রাজ্য সরকারের বিরুদ্ধে ডিএ বা মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে এক মাসের বেতন দিয়েই খান্ত হননি শুভেন্দু। তিনি জানিয়েছেন আগামী দিনে, অর্থাৎ প্রতি মাসেই নিজের বেতনের বর্ধিত অংশ তুলে দেবেন আন্দোলনকারীদের হাতে।