Suvendu Adhikari Latest Speech : পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। 'মোথাবাড়িতে হিন্দুরা আক্রান্ত'। 'মুর্শিদাবাদের নওদাতেও আক্রান্ত হিন্দুরা'। 'ভূপতিনগরের বড়বড়িয়া গ্রামে মন্দিরে হামলা করেছে'। 'বাংলাদেশের ঘটনা দেখে উৎসাহিত হয়ে এই কান্ড'। 'ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে'। 'এ লড়াই বাঁচার, অস্তিত্ব রক্ষার লড়াই'।