ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে হাওড়ার পাঁচলায় শুভেন্দু অধিকারী। আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়ালেন তিনি । মমতার রাজত্বে কেউ শান্তিতে নেই বলে অভিযোগ শুভেন্দুর ।
হাওড়ার পাঁচলায় শুভেন্দু অধিকারী, ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে এলাকায় শুভেন্দু । আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়ালেন শুভেন্দু , কথা বলেন বিজেপি নেতা কর্মীদের সঙ্গে । মহিলারাও তাদের অভিযোগ জানান শুভেন্দুকে । দলীয় কর্মীদের আশ্বাস শুভেন্দু অধিকারীর । এলাকার মানুষ পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করেছেন । পাঁচলায় আতঙ্কের পরিবেশ তৈরি করছে তৃণমূল। বিজেপি কর্মীদের বাড়িতে লুঠপাট করছে তৃণমূল । মমতার রাজত্বে কেউ শান্তিতে নেই বলে অভিযোগ শুভেন্দুর। ভোট হয়েগেছে আপনারা লুঠে নিয়েছেন, তারপরও হামলা চলছে কেন, প্রশ্ন শুভেন্দু অধিকারীর । জঙ্গল রাজ চলছে বলে দাবি শুভেন্দুর ।