'নিরপরাধ হিন্দু ভোটারকে জেলে পুরেছে', 'হিন্দু তোমরা এক হও' রানাঘাটে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করে বললেন শুভেন্দু অধিকারী।
'জঙ্গলের রাজত্ব বললে কম বলা হয়', 'পুলিশ আর তৃণমূল মিলে হিন্দুদের উপর আক্রমণ চালিয়েছে', 'নিরপরাধ হিন্দু ভোটারকে জেলে পুরেছে', 'হিন্দু তোমরা এক হও' রানাঘাটে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করে বললেন শুভেন্দু অধিকারী।