'আপনাদের দাবি ছিল ধুপগুড়ি মহকুমা হোক। কথা দিলাম ৩১শে ডিসেম্বরের মধ্যেই ধুপগুড়ি মহকুমা হবে।' অভিষেকের প্রতিশ্রুতি, আক্রমণে শুভেন্দু অধিকারী। ‘ভাইপো খালি বড় বড় কথা বলে। কোন হরিদাস পাল তুমি ধুপগুড়ি মহকুমা করবে।’
'আপনাদের দাবি ছিল ধুপগুড়ি মহকুমা হোক। কথা দিলাম ৩১শে ডিসেম্বরের মধ্যেই ধুপগুড়ি মহকুমা হবে।' অভিষেকের প্রতিশ্রুতি, আক্রমণে শুভেন্দু অধিকারী। 'ভাইপো খালি বড় বড় কথা বলে। কোন হরিদাস পাল তুমি ধুপগুড়ি মহকুমা করবে। তুমি বলার কে, নির্বাচনী বিধি ভঙ্গ করেছে ভাইপো। '২১ সালে মমতা বলেছিলেন, ক্ষমতায় এলে ধুপগুড়ি মহকুমা হবে। আড়াই বছর হয়ে গেছে তোমার দেখা নাইরে। তৃণমূলের কেউ সত্যি কথা বলে না মিথ্যে কথা ছাড়া।'