'গ্যাসের ভর্তুকি ঢুকবে আপনার অ্যাকাউন্টে'। ওটিপি দিতেই সর্বনাশ যুবকের! মুহূর্তে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল ৫০ হাজার টাকা। মাথায় হাত যুবকের!
'গ্যাসের ভর্তুকি ঢুকবে আপনার অ্যাকাউন্টে'। ওটিপি দিতেই সর্বনাশ যুবকের! মুহূর্তে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল ৫০ হাজার টাকা। মাথায় হাত যুবকের! প্রতারণার শিকার কার্তিক পাত্র, বাড়ি তমলুক থানার খারুই এলাকা। জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছেন কার্তিক।