হু হু করে বেড়ে চলেছে কলকাতার তাপমাত্রা, বাতাসে জলীয় বাষ্পের জেরে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

শুক্রবার সকালে প্রায় ৩৩ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। 

Web Desk - ANB | Published : Feb 24, 2023 1:32 AM IST / Updated: Feb 24 2023, 07:26 AM IST

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে তাপমাত্রার পারদ। বেলা বাড়লে সেই তাপমাত্রাই ছাড়িয়ে যাচ্ছে তিরিশের কোঠা। কিন্তু, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে যে ব্যাপক পরিমাণ জলীয় বাষ্পের আধিক্য রয়েছে, তা প্রচণ্ড অস্বস্তিজনক করে তুলছে আবহাওয়াকে।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ফাল্গুনের শুরুতেই গ্রীষ্মের আগমন ঘটেছে বাংলায়। শুক্রবার সকালে প্রায় ৩২.৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢোকার কারণে আকাশ মাঝেমধ্যেই মেঘলা হতে দেখা যাচ্ছে। তবে, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে, গাঙ্গেয় বঙ্গের জেলাগুলি আপাতত শুষ্কই থাকবে। আগামী ৩-৪ দিন পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে এমন গরম অনুভূত হচ্ছে। রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে।

উত্তরবঙ্গে দার্জিলিং জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৮ ডিগ্রির কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গ শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী দুই দিন হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা আপাতত বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই। তবে ৫ দিন পর থেকে উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন-
ছকে বাঁধা প্রেম নয়, নিয়ম-কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে শিরোনামে উঠে আসছেন পতৌদী-রাজপুত্র ইব্রাহিম
ফের সরকারি হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ, জগদীপ ধনখড়ের পথ ধরে একই হাসপাতালে গেলেন তিনি
 নির্দিষ্ট বয়স না হলে শিশুকে কোনওমতেই ভর্তি করানো যাবে না প্রথম শ্রেণিতে, নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক

Share this article
click me!