এ যেন লটারির পুরস্কার! এক মাছেই ভাগ্য বদলে গেল চার মৎস্যজীবীর। সুন্দরবনে জেলেদের জালে বিশাল আকৃতির ভোলা মাছ।
এ যেন লটারির পুরস্কার! এক মাছেই ভাগ্য বদলে গেল চার মৎস্যজীবীর। সুন্দরবনে জেলেদের জালে বিশাল আকৃতির ভোলা মাছ। সাগর ব্লকের মথুরাপুরের চার মৎস্যজীবীর জালে ধরা পড়েছে ওই মাছ। প্রায় ২৫ কিলো ওজনের তেলিয়া ভোলা মাছটি জালে ধরা পড়ে। স্থানীয় ভাষায় মাছটির নাম 'নরে ভোলা'। প্রায় ২৬ হাজার টাকায় মাছটিকে বিক্রি করে জেলেরা।