উল্টে গেল ওভারলোড ইট ভর্তি লরি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শিশু ও বাইক আরোহী। উত্তর ২৪ পরগনার হালিশহরের ১৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। ৫ হাজার ইট ভর্তি ৩০ টনের লরি উল্টে বিপত্তি। রাত ৯ টা নাগাদ ঘটনাটি ঘটে।
উল্টে গেল ওভারলোড ইট ভর্তি লরি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শিশু ও বাইক আরোহী। উত্তর ২৪ পরগনার হালিশহরের ১৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। ৫ হাজার ইট ভর্তি ৩০ টনের লরি উল্টে বিপত্তি। রাত ৯ টা নাগাদ ঘটনাটি ঘটে। ওভারলোড থাকার কারণে লরিটি উল্টে যায়। ঘটনাস্থলে পুলিশ ও পুরসভার আধিকারিকরা।