আজ রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা

নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ভোটের ফলপ্রকাশ আজ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা।

নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ভোটের ফলপ্রকাশ আজ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। গণনাকেন্দ্রের ২০০ মিটার এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা।

02:32কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু02:48মালদার রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে02:02চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার, রাজ্যের মুখে ঝামা!02:28‘মোদী আর মমতা হিন্দু মুসলিম ভোট ভাগ করে নিতে চান!’ একযোগে তুলোধোনা অধীর রঞ্জন চৌধুরীর03:51হাইকোর্টে কি হল? চরম শাস্তির দাবী থেকে সরে গেল অভয়ার পরিবার! কেন? দেখুন09:25'স্যাকরার ঠুকঠাক, আর কামারের এক ঘা' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Malda News | Border09:24'স্যাকরার ঠুকঠাক, আর কামারের এক ঘা' এবার কি হবে বুঝিয়ে দিলেন শুভেন্দু03:34‘ফিরহাদ আর কুণাল মমতার পোষ্য ঘেউ ঘেউ করছে’ মমতার নেতাদের সরাসরি আক্রমণ সুকান্তের02:56শুধু কয়েকটা ড্রোন ছেড়ে দিলে কি হবে বাংলাদেশের? জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী02:56শুধু কয়েকটা ড্রোন ছেড়ে দিলে কি হবে বাংলাদেশের? জানিয়ে দিলেন শুভেন্দু! | Suvendu Adhikari