দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর কুলতলী এলাকায় মেরিগঞ্জ ১ নম্বর অঞ্চলের পশ্চিম খালপাড় মিসবাউদ্দিন মোল্লার একমাত্র থাকার ঘরটি আজ ডানা ঝড়েতে ভেঙে যায়। তবে পরিবারে কাউ আহত বা নিহত হননি।
দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর কুলতলী এলাকায় মেরিগঞ্জ ১ নম্বর অঞ্চলের পশ্চিম খালপাড় মিসবাউদ্দিন মোল্লার একমাত্র থাকার ঘরটি আজ ডানা ঝড়েতে ভেঙে যায়। তবে পরিবারে কাউ আহত বা নিহত হননি। আতঙ্কে রয়েছে গোটা পরিবার। হালকা ও মাঝারি বৃষ্টিপাতের ফলে ভেঙে যায় মাটির ঘর।