চলন্ত স্করপিও গাড়িতে আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন আরোহী। জামুড়িয়ার ৬০ নম্বর জাতীয় সড়ক বেলবাদ ব্রিজের ঘটনা। রাণীগঞ্জ পাঞ্জাবী মোড় থেকে বেলবাদ যাচ্ছিল গাড়িটি।
চলন্ত স্করপিও গাড়িতে আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন আরোহী। জামুড়িয়ার ৬০ নম্বর জাতীয় সড়ক বেলবাদ ব্রিজের ঘটনা। রাণীগঞ্জ পাঞ্জাবী মোড় থেকে বেলবাদ যাচ্ছিল গাড়িটি। বেলবাদ ব্রীজ পার করার সময় গাড়িটিতে আগুন লেগে যায়। কোন মতে গাড়ি থামিয়ে নেমে পড়েন আরোহী। কিছুক্ষণের মধ্যে গাড়িটি আগুনের গ্রাসে চলে যায়। স্থানীয়রা জল দিয়ে আগুন নেওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে পৌঁছয় কেন্দা থানার পুলিশ। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগে গাড়িটিতে।