আমার স্বামীর ভাগ কাউকে দেবো না, আমার ছেলের দায়িত্ব নিতে হবে। এই দাবি তুলে এবার স্বামীর বাড়ির সামনে ধরনায় বসলো প্রথম পক্ষের স্ত্রী।
আমার স্বামীর ভাগ কাউকে দেবো না, আমার ছেলের দায়িত্ব নিতে হবে। এই দাবি তুলে এবার স্বামীর বাড়ির সামনে ধরনায় বসলো প্রথম পক্ষের স্ত্রী। নদীয়ার শান্তিপুর থানার মদন গোপাল ঠাকুর লেন এলাকার এই ঘটনায় শোরগোল পড়ে গেল। প্রথম পক্ষের স্ত্রী মন্দিরা বিশ্বাসের দাবি, তার একটি দু বছরের সন্তান রয়েছে। অভিযোগ, তাকে না জানিয়ে তার স্বামী মধুসূদন বিশ্বাস আরও একটি বিয়ে করে সেই বউ নিয়ে সংসার করেছে। সেই খবর পেয়ে শ্বশুরবাড়িতে তিনি ছুটে আসেন। প্রথম পক্ষের স্ত্রীর দাবি, শশুর শাশুড়ি স্বামী সকলেই তার সঙ্গে খারাপ আচরণ করেছে ।
এরপরই স্ত্রীর মর্যাদা ফিরে পেতে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্বামীর বাড়ির সামনের রাস্তায় ধরনাই বসে পড়ে মন্দিরা।