গুজরাতে মোরবি সেতু দুর্ঘনায় মৃত্যু হয় পূর্বস্থলীর বছর ১৭ এর যুবকের, আজ বাড়িতে ফিরল নিথর দেহ। পূর্বস্থলীতে ওই যুবকের উপস্থিত ছিলেন বাড়িতে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিশিষ্টজনেরা |
গুজরাতে মোরবি সেতু দুর্ঘনায় মৃত্যু হয় পূর্বস্থলীর বছর ১৭ এর যুবকের | আজ পূর্বস্থলীর কেশববাটির গ্রামে ফিরল নিথর দেহ | মৃত দেহ বাড়িতে ফিরতে কান্নার রোল পড়ে যায় গোটা গ্রাম জুড়ে | কাকার কাছে সোনার কাজ শিখতে গিয়েছিলো হাবিবুল সেখ | আচমকাই ব্রিজ ভেঙে মৃত্যু হয় হাবিবুল সেখের | এদিন কেশববাটি গ্রামে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ | তিনি জানান রাজ্য সরকার এই পরিবারের পাশে রয়েছে |