এক পান্ডেল নির্মাতার কাছে অর্থিক প্রতারণার শিকার রানাঘাট ও কুপার্স ক্যাম্প এলাকার দুটি কালীপূজা বারোয়ারি। অভিযোগ দুই লক্ষ্য টাকা নেওয়ার পরও পান্ডেল তৈরি করেনি সেই পান্ডেল নির্মাতা। রানাঘাট নেতাজি স্পোর্টিং ক্লাবের এবারের থিম ছিল কৃষকদের নিয়ে।
এক পান্ডেল নির্মাতার কাছে অর্থিক প্রতারণার শিকার রানাঘাট ও কুপার্স ক্যাম্প এলাকার দুটি কালীপূজা বারোয়ারি। অভিযোগ দুই লক্ষ্য টাকা নেওয়ার পরও পান্ডেল তৈরি করেনি সেই পান্ডেল নির্মাতা। রানাঘাট নেতাজি স্পোর্টিং ক্লাবের এবারের থিম ছিল কৃষকদের নিয়ে। কিন্তু এখন তা করা যাবে না। কোনো ক্রমে ছোট পূজা করেই নিয়ম রক্ষা করতে চলেছে উদ্যোক্তারা। ইতিমধ্যেই রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন উদ্যোক্তারা।