ভাড়া নিয়ে গণ্ডগোলের জেরে টোটো চালককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশ বাজার থানার বেলবাড়ি ঘাট এলাকায়। সূত্রের খবর বুধবার যাত্রীদের সঙ্গে ভাড়া বচসা লাগে টোটো চালকের।
ভাড়া নিয়ে গণ্ডগোলের জেরে টোটো চালককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশ বাজার থানার বেলবাড়ি ঘাট এলাকায়। সূত্রের খবর বুধবার যাত্রীদের সঙ্গে ভাড়া বচসা লাগে টোটো চালকের। অভিযোগ যাত্রীরা মদ্যপ অবস্থায় ছিল। বচসা হতেই চালকের উপর হাঁসুয়া দিয়ে এলপাথারি কোপ মারার অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় টোটো চালকের। ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।