ডাম্পারে পিষ্ট হয়ে প্রাণ গেল তিনজনের। মা ও দুই শিশু ঘটনাস্থলেই মৃত। মৃত মহিলার স্বামী জখম হয়ে হাসপাতালে ভর্তি। দুর্ঘটনার জেরে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। উলুবেড়িয়া ১৬ নং জাতীয় সড়ক নিমদিঘি মোড়ের ঘটনা।
ডাম্পারে পিষ্ট হয়ে প্রাণ গেল তিনজনের। মা ও দুই শিশু ঘটনাস্থলেই মৃত। মৃত মহিলার স্বামী জখম হয়ে হাসপাতালে ভর্তি। দুর্ঘটনার জেরে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। উলুবেড়িয়া ১৬ নং জাতীয় সড়ক নিমদিঘি মোড়ের ঘটনা। মোটরবাইকে চড়ে দুই শিশু ও স্বামী-স্ত্রী রাস্তা পার হচ্ছিল। ওই সময় কলকাতাগামী একটি ডাম্পার তাদের দিকে এগিয়ে আসলে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়, সেই সময় ডাম্পারের পিছনের চাকা তিনজনের মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। উলবেড়িয়া থানার পুলিশ আটক করেছে ঘাতক ডাম্পারটিকে।