'রাস্তায় আর এবার উন্নয়ন দাঁড়িয়ে থাকবেনা, উন্নয়ন ঘরে ঘরে ঢুকে যাবে। বিরোধীরা টাকার ব্যাগ নিয়ে আসতে শুরু করে দিয়েছে' বিস্ফোরক মন্তব্য সায়ন্তিকার। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বাঁকুড়ায় রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
'রাস্তায় আর এবার উন্নয়ন দাঁড়িয়ে থাকবেনা, উন্নয়ন ঘরে ঘরে ঢুকে যাবে। বিরোধীরা টাকার ব্যাগ নিয়ে আসতে শুরু করে দিয়েছে' বিস্ফোরক মন্তব্য সায়ন্তিকার। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বাঁকুড়ায় রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার শ্যামদাসপুরে 'গ্রামে চলো যাই' কর্মসূচিতে সায়ন্তিকা। সায়ন্তিকা বলেন, 'বিধানসভা নির্বাচনের মতো ব্যাগ ভর্তি টানা নিয়ে আসবে। তারা আসা শুরুও করে দিয়েছে। আমফান থেকে শুরু করে করোনার সময় বিজেপির কোনও সাংসদ, বিধায়ককে এখানে দেখা যায়নি। তবে এখন আবার দেখা যাচ্ছে। বিজেপির নেতারা আসছেন ও মানুষকে ভুল বোঝাচ্ছেন।'