মাত্র ২ হাজার টাকা ফেরত চাওয়ায় কালী পুজোর সন্ধ্যায় মারধর করার অভিযোগ উঠলো কিছু মদ্যপ যুবকের বিরুদ্ধে। অভিজগ এনেছেন শান্তিপুরের এক ফুল ব্যবসায়ী। সূত্রের খবর, ব্যবসায়ী বেশ কয়েক বছর আগে তাঁরই এক বন্ধুকে ২ হাজার টাকা ধার দিয়েছিলেন।
মাত্র ২ হাজার টাকা ফেরত চাওয়ায় কালী পুজোর সন্ধ্যায় মারধর করার অভিযোগ উঠলো কিছু মদ্যপ যুবকের বিরুদ্ধে। অভিজগ এনেছেন শান্তিপুরের এক ফুল ব্যবসায়ী। সূত্রের খবর, ব্যবসায়ী বেশ কয়েক বছর আগে তাঁরই এক বন্ধুকে ২ হাজার টাকা ধার দিয়েছিলেন। সেই টাকা চাওয়াতেই ব্যবসায়ীকে বেধড়ক মার মারে সেই বন্ধু ও তার দলবল। রাস্তায় মারার পর তারা পড়ে বাড়িতে গিয়েও মারে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে আক্রান্তদের উদ্ধার করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।