মালদায় নদী ভাঙনে ছড়ালো আতঙ্ক ও উত্তেজনা। এলাকার মন্ত্রীকে তাড়া করল গ্রামবাসীরা। ভয়াবহ ফুলহর নদীর ভাঙনে দিশেহারা গ্রামবাসীরা। ঘটনাস্থল মালদার হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুরে
মালদায় নদী ভাঙনে ছড়ালো আতঙ্ক ও উত্তেজনা। এলাকার মন্ত্রীকে তাড়া করল গ্রামবাসীরা। ভয়াবহ ফুলহর নদীর ভাঙনে দিশেহারা গ্রামবাসীরা। ঘটনাস্থল মালদার হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুরে। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি! ক্ষেপে উঠল গ্রামবাসীরা। ভাঙন পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে প্রতিমন্ত্রী তজমুল হোসেন ও বিডিও। তড়িঘড়ি নৌকা করে এলাকা ছাড়লেন মন্ত্রী ও বিডিও।