কালীপুজোর এখনও তিন মাস বাকি । কিন্তু শুক্রবার খুঁটি পুজোর সূচনা হল বারাসতের আমরা সবাই' ক্লাবের । খুঁটি পুজোর উদ্ধোধন করেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।
কালীপুজোর এখনও তিন মাস বাকি । কিন্তু শুক্রবার খুঁটি পুজোর সূচনা হল বারাসতের আমরা সবাই' ক্লাবের । খুঁটি পুজোর উদ্ধোধন করেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। ধর্মীয় রীতি মেনে এদিন অনুষ্ঠিত হয় এই খুঁটি পুজো। পুজোর সুনাম নিয়ে প্রশংসার সুর শোনা যায় তারকা বিধায়কের গলাতে। এছাড়াও মদন মিত্রকে এবার হালকা চালে খোঁচা দিলেন চিরঞ্জিত চক্রবর্তী।