বাংলাদেশের জালে কাকদ্বীপের দুটি মৎস্যজীবী ট্রলার! ফিরবেন তো মৎস্যজীবীরা?

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের নৌ বাহিনীর হাতে আটক হল কাকদ্বীপের দুটি মৎস্যজীবী ট্রলার। এফবি বাসন্তী এবং এফবি জগন্নাথ নামক ট্রলার দুটিতে ৩১ জন মৎসজীবী রয়েছেন বলে জানা গিয়েছে।

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের নৌ বাহিনীর হাতে আটক হল কাকদ্বীপের দুটি মৎস্যজীবী ট্রলার। এফবি বাসন্তী এবং এফবি জগন্নাথ নামক ট্রলার দুটিতে ৩১ জন মৎসজীবী রয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর ট্রলার দুটি ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর নজর এড়িয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানা পার করে বাংলাদেশে ঢুকে পড়েছিল। আটক মৎস্যজীবীদের ফেরাতে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন থেকেও রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

05:27পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনে কীভাবে জিতেছে তৃণমূল? দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী04:41শুভেন্দুর বাবাকে চরম অপমান তৃণমূল বিধায়কের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী03:07'এগিয়ে বাংলা, বাংলায় শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থান বাদে সব পাওয়া যাবে' পাসপোর্ট দুর্নীতিতে সরব নওশাদ সিদ্দিকী04:25জনসংযোগে বেরিয়ে ড্রেনে পরে গেলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, চিড় ধরেছে বাঁ পায়ে08:48Suvendu Adhikari : ফর্মুলা রেডি, মোদীজি এমন টাইট দেবে বাংলাদেশ ছেড়ে পালাবে ইউনূস : শুভেন্দু02:49Tiger Attack : যে কোন মুহূর্তে ঢুকতে পারে বাঘ! সন্ধ্যা নামতেই কুলতলির মৈপীঠে বাঘের আতঙ্ক!02:42‘মমতাকে জেলে পাঠানো দরকার’ মমতাকে ফের তোপ শুভেন্দুর! দেখুন কী বললেন03:16বাংলাদেশ ইস্যুতে চুপ কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? দেখুন কী বলছেন সুকান্ত মজুমদার01:46Hooghly News Today: ধান আনতে গিয়ে চরম বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক্টর, দেখুন02:09অম্বেডকর ইস্যুতে আজও উত্তপ্ত সংসদ, কংগ্রেস ও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন শমীক