আরজি কর কাণ্ডের প্রতিবাদে চাকরি হারা হলেন দুই অস্থায়ী পৌর কর্মী। গত মাসের ২৮ তারিখে বিজেপির ডাকা বন্ধে যোগদান করায় ২ জন অস্থায়ী পৌর কর্মীকে কাজ থেকে ছাটাই করল রানাঘাট পৌরসভা।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে চাকরি হারা হলেন দুই অস্থায়ী পৌর কর্মী। গত মাসের ২৮ তারিখে বিজেপির ডাকা বন্ধে যোগদান করায় ২ জন অস্থায়ী পৌর কর্মীকে কাজ থেকে ছাটাই করল রানাঘাট পৌরসভা। ৭ নাম্বার ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর এর দাবি ওই দুই কর্মী বিজেপি সমর্থন বলেই তাদেরকে কাজ থেকে সরানো হয়েছে। যদিও এ বিষয়ে রানাঘাট পৌরসভার পৌরপ্রধান জানান এই ঘটনার সঙ্গে আরজিকরের ঘটনার কোনো সম্পর্ক নেই। ওই দুজন যুবক সঠিক সময়ে কাজে আসতেন না তাই তাদেরকে দপ্তর থেকেই সরানো হয়েছে।