ভাতারের সভা থেকে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মীনাক্ষীর। ‘বেগড়বাই করতে এলে চাঁদি ফাটিয়ে বাড়ি যেতে হবে। আমরা পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে নমিনেশন করিনি। মানুষকে সঙ্গে নিয়ে সাহস করে আমরা নমিনেশন করেছি।’
ভাতারের সভা থেকে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মীনাক্ষীর। 'বেগড়বাই করতে এলে চাঁদি ফাটিয়ে বাড়ি যেতে হবে। আমরা পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে নমিনেশন করিনি। মানুষকে সঙ্গে নিয়ে সাহস করে আমরা নমিনেশন করেছি। তাই কেউ যদি বেগড়বাই করতে আসে তাহলে চাঁদি ফাটিয়ে বাড়ি যেতে হবে।'