আগামী সপ্তাহের প্রথম দিনও ঠান্ডার প্রকোপ থাকবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে, জানিয়েছে হাওয়া অফিস।
আমাদের রাজ্যে উত্তর-পশ্চিম হওয়া ভালোই ডুকছে | গত দু-তিন দিনে ৫° মতো তাপমাত্রা কমে গেছে দক্ষিণবঙ্গে | শনিবার কলকাতায় তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি | আগামী রবি ও সোম তাপমাত্রা এরকমই থাকবে | মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে | উত্তরবঙ্গে তাপমাত্রা একই থাকবে আগামী পাঁচদিন | সিকিম ও দার্জিলিং এ খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর |