Weather Update: বৃহস্পতিবারেই অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম, কলকাতায় চড়ছে তাপমাত্রার পারদ

ঘূর্ণিঝড়ের আগে থমথমে বাংলার আবহাওয়া। কলকাতায় শীতের পথে বাধা হচ্ছে নিম্নচাপ। তাপমাত্রার পারদ এখন ঊর্ধ্বমুখী। 

Sahely Sen | Published : Nov 30, 2023 9:01 AM IST

17

আন্দামান সাগরের ওপর সৃষ্ট হয়েছে নিম্নচাপ। শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে অতি-গভীর নিম্নচাপ। ২ ডিসেম্বর শনিবার বঙ্গোপসাগরেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটি। নাম হবে, মিগজাউম।

27

প্রাথমিকভাবে মিগজাউমের অভিমুখ থাকবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে।‌ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি উত্তর-পশ্চিম দিকে এগোবে বলে বোঝা যাচ্ছে। এরপরেও গতিপথ পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থাকছে। আরও শক্তি বাড়াতে পারে এই সাইক্লোন (Cyclone Michaung)।

37

ঘূর্ণিঝড়ে পরিণত হলেও কোন পথে বা কোথায় এর ল্যান্ডফল হবে, সে বিষয়ে এখনও সুনিশ্চিতভাবে কিছু জানায়নি আবহাওয়া দফতর। তবে, অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে বাংলাদেশ উপকূলের মাঝামাঝি যে কোনও জায়গায় এটি আঘাত হানতে পারে। 

47

বঙ্গেও শীত আসার পথে বাধা হতে পারে ঘূর্ণিঝড় মিগজাউম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কলকাতায় তাপমাত্রা চড়তে শুরু করেছে ২০ ডিগ্রির উপরে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে। 

57

আগামী পাঁচ-সাত দিনে দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা নেই। সারাদিন ধরে আকাশ অংশত মেঘলা থাকবে। সপ্তাহান্তে আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।

67

বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া-সহ পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি থাকতে পারে। তবে, কলকাতার তাপমাত্রা আপাতত ঊর্ধ্বমুখী।  

77

উত্তরবঙ্গে পার্বত্য এলাকাগুলি বাদ দিয়ে অন্যান্য অঞ্চলে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহ শেষে দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী তিন-চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

Share this Photo Gallery
click me!
Recommended Photos