Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি

কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেশি। বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জন্যও।

 

তাপমাত্রার পারদ চড়ছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা। মেঘলা আকাশে ক্রমশই বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে।

কলকাতার আবহাওয়াঃ

Latest Videos

অলিপুর আবহাওয়া দফতরের ওয়েবসাইট অনুযায়ী কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি। তবে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। গতকাল কলকাতায় বৃষ্টি হয়নি।তবে হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু আজ নয়। আগামী এক সপ্তাহই বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

রাজ্যের আবহাওয়ার পূর্বাভাসঃ

গত বছর জুন ও জুলাই মাসে অর্থাৎ বর্ষাকালে এই রাজ্যে বৃষ্টি হয়েছিল। তারপর থেকে আর তেমন বৃষ্টি হয়নি বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে সেপ্টেম্বর ও অক্টোবরে পুজোর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে হাওয়া অফিসের জানিয়েছে বর্তমানে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্যও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জলপাইগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন উত্তরবঙ্গেও বিক্ষিপ্তি বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।

দীর্ঘ দিনই রাজ্যে তেমনভাবে বৃষ্টি হয়নি। শীতকালে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা পর্যাপ্ত ছিল না। বর্তমানে গ্রামীণ এলাকায় জলের সংকটে কিছুটা হলেও স্তব্ধ হয়ে চাষাবাদের কাজ। এই অবস্থায় রাজ্যের মানুষ বৃষ্টির জন্য হাপিত্তেষ করে বসে রয়েছে। ফাল্গুন মাসের শেষ থেকেই কালবৈশাখী শুরু হয়ে যায়। বৈশাখ পর্যন্ত চলে। চলতি বছর এখনও পর্যন্ত কালবৈশাখী হয়নি তেমনভাবে। তবে বিক্ষিপ্তভাবে কয়েকটি এলাকায় ঝড়বৃষ্টি হয়েছে। শীতকালে পাহাড়ে বৃষ্টি হলেও সমতলে তেমন বৃষ্টি হয়নি। তাই বৃষ্টির জন্য প্রত্যাশা রয়েছে এই রাজ্যের মানুষের।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে পাঁচ জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সবকটির জেলার জন্যই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দায়িছে আলিপুর হাওয়া অফিস। সেই সঙ্গে উত্তরবঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।

আরও পড়ুনঃ

Fuel Price: আজ কলকাতায় পেট্রোল আর ডিজেলের দাম কত? এক নজরে দেশের বাকি মেট্রো শহরের জ্বালানি তেলের দাম রইল

উটির প্রকৃতি কোলে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে হাতি প্রেম, সেখান থেকে আজ অস্কারের মঞ্চে বিশ্ব নন্দিত নাম কার্তিকি গঞ্জালভেস

POLLUTION: দূষিত শহরের তালিকায় কলকাতার স্থান কত? দূষণের প্রথম ৫০-এ ভারতের ৩৯টি শহর

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury