বঙ্গোপসাগরে অবস্থান করছিল ঘূর্ণাবর্ত। তাই শক্তি বাড়িয়ে নিম্মচাপে পরিণত হয়েছে। অবস্থান করবে ওড়িশা ও অন্ধ্রপ্রগেশের উপকূলে।
বাংলায় বৃষ্টি
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে এই নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গে বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
তাপমাত্রা
হাওয়া অফিস জানিয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রার তেমন কোনও তারতম্য হবে না। আগামী কয়েক দিন ।
আগামী সাত দিনের পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে। উপকূলবর্তী এলাকা ছাড়া ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে বৃষ্টি
রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তরের জেলাগুলিতে মাঝারি ও বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
মৌসুমী বায়ু
মৌসুমী বায়ু সক্রিয় নয়, তাই উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে আলিপুরদুয়ার ও জলপাইগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতার তাপমাত্রা
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই ছিল স্বাভাবিকের তুলনায় বেশি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩. ২ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক আদ্রতা
আপেক্ষিক আদ্রতা ছিল ৮২-৮৮ শতাংশ। কলাকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্যাচপ্যাচে গরম থেকে আপাতত রেহাই নেই।
সতর্কতা
হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী ২১ জুলাই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা থাকলেও আগামী ২২-২৫ জুলাই তেমন কোনও সতর্কতা নেই।
মৎসজীবীদের জন্য
হাওয়া অফিস জানিয়েছে আগামী পাঁচ দিন আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।